আনুষ্ঠানিক এক বৈঠকের মাধ্যমে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের বাণিজ্যমন্ত্রীরা একটি নতুন সরবরাহ চেইন গড়ে তুলেছেন। একটি সূত্র জানিয়েছে, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্যকে প্রতিহত করতেই তিন দেশের এ উদ্যোগ। খবর ব্লুমবার্গ।

মঙ্গলবার জাপানের হিরোশি কাজিইয়ামা, ভারতের পিয়ুশ গয়াল ও অস্ট্রেলিয়ার ড্যান টেহান এক ভিডিও করফারেন্সে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেন। সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে তাদের পরিকল্পনাও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, তিন দেশের মন্ত্রী বলেছেন, তাদের সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যের সম্ভাবনার কথা প্রচারের জন্য আলাদা বিনিয়োগও করবেন তারা। তবে এ বিবৃতি সম্পর্কে কোনো মন্তব্য করেনি চীন।

এ তিনটি দেশ মিলে একটি শক্তিশালী সরবরাহ চেইন তৈরি করতে চায়। চীনের আধিপত্যের কারণে এ অঞ্চলে বাণিজ্য ও ভূরাজনৈতিক ক্ষেত্রে যে উত্তেজনা তৈরি হয়েছে, তাকে প্রতিহত করাই এ চেইনের লক্ষ্য। তিন দেশের মন্ত্রীরা বলেছেন, কিছু সরবরাহ চেইন বিভিন্ন কারণে দুর্বল হয়ে পড়েছে। মহামারীর কারণে গোটা বিশ্বের সরবরাহ চেইনই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ঠিক করেছেন, বছরে একবার এ উদ্যোগের অগ্রগতি নিয়ে আলোচনায় বসবেন।

বণিক বার্তা