এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় মন্দায় পড়েছে ইউরোজোনের অর্থনীতি। ধীর টিকাদান কার্যক্রম এবং পুনরায় জারি করা লকডাউনের কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এ অঞ্চলের অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় আবারো সংকুচিত হয়েছে। খবর এএফপি।

বছরের প্রথম তিন মাসে যেখানে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ৬ দশমিক ৪ শতাংশ এবং চীনের অর্থনীতি রেকর্ড ১৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে, সেখানে ইউরোজোনের অর্থনীতি সংকোচনের মুখোমুখি হয়েছে।

গতকাল প্রকাশিত তথ্যে দেখা গেছে, কভিড-১৯ প্রাদুর্ভাবের মধ্যেই অর্থনীতিকে পুনরায় চালু করার একাধিক প্রচেষ্টায় এ অঞ্চলের দেশগুলো ভাইরাসটির দ্বিতীয় ও তৃতীয় ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে সাম্প্রতিক তথ্য ইঙ্গিত দিচ্ছে, এ মন্দা স্বল্পস্থায়ী হবে। সমীক্ষায় দেখা গেছে, ইউরোপীয়দের আত্মবিশ্বাস ও উৎপাদন খাত রেকর্ড বৃদ্ধি হচ্ছে।

বণিক বার্তা