কভিড-১৯ মহামারীর দ্বিতীয় জরুরি অবস্থার আঘাতে প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জাপানের অর্থনীতি ৪ দশমিক ৮ শতাংশ সংকোচন হতে পারে। এক জরিপে দেশটির শীর্ষ ১০ অর্থনীতিবিদ এ তথ্য জানিয়েছেন। খবর কিয়োদো নিউজ।

সমীক্ষায় প্রাপ্ত তথ্যানুযায়ী, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি গত বছরের জুনে শেষ হওয়া প্রান্তিকে বার্ষিক ২৯ দশমিক ৩ শতাংশ হ্রাসের সম্মুখীন হয়। চলতি মাসের ১৮ তারিখ মন্ত্রিসভা থেকে প্রথম প্রান্তিকের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।


ধারণা করা হচ্ছে, অর্থনীতির এ সংকোচন ৩ দশমিক ৫ শতাংশ থেকে ৮ দশমিক ৮ শতাংশ পর্যন্ত হতে পারে। গত নভেম্বর থেকে করোনার তৃতীয় ধাপের সংক্রমণ শুরু হলে জানুয়ারিতে টোকিও মেট্রোপলিটন এলাকায় জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। এরপর পর্যায়ক্রমে আরো ১১টি প্রদেশে এ নির্দেশনা বর্ধিত করা হয়।

বণিক বার্তা