জলবায়ু পরিবর্তনের গতি কমাতে জ্বালানির পরিবর্তন ও কভিড-১৯ টিকার দ্রুত সরবরাহ ও প্রয়োগ নিশ্চিতের জন্য জি৭ভুক্ত দেশগুলোর ১০ লাখ কোটি ডলার বিনিয়োগ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর রয়টার্স।

ওপেকের তেল নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করার খাতিরে ১৯৭৫ সালে গঠিত পাশ্চাত্যের সাতটি ধনী দেশের সাম্প্রতিক আলোচনার বিষয় ছিল চীন, রাশিয়া, জলবায়ু পরিবর্তন ও করোনাভাইরাস মহামারী।

বরিস জনসনের জন্য তৈরি এক প্রতিবেদনের লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক নিকোলাস স্টার্ন বলেন, বিশ্ব অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনার জন্য পশ্চিমের ধনী অর্থনীতির দেশগুলোর জন্য জি৭ একটি ভালো সুযোগ। শূন্য নিঃসরণ এবং জলবায়ু-স্থিতিস্থাপক বিশ্ব বর্তমান সময়ে আমাদের প্রতি সবচেয়ে বড় অর্থনৈতিক, ব্যবসায়িক ও বাণিজ্যিক সুযোগ সরবরাহ করে।

স্টার্ন বলেন, মহামারীর প্রভাবে প্রস্তাবিত অর্থনৈতিক প্রস্তাবনাটি মূলত বৈশ্বিক পুনরুদ্ধার প্রকল্পে বিনিয়োগ কর্মসূচি। এ কর্মসূচি শারীরিক, মানবিক, প্রাকৃতিক ও সামাজিক সব ধরনের মূলধনকে বৃদ্ধি পেতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

বণিক বার্তা