কভিড-১৯ মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছে ইউরোপের গাড়ির বাজার। বর্তমানে গাড়ির যে চাহিদা তা হয়তো এখনো মহামারীপূর্ব সময়ের মতো নয়। তবু গাড়ির চাহিদা দিন দিন বাড়ছেই। ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার স অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত এপ্রিলে নতুন গাড়ির রেজিস্ট্রেশনের পরিমাণ বেড়েছে ২৫৬ শতাংশ। খবর ব্লুমবার্গ।

মহামারীর আগের সময়ের চেয়ে বিক্রির পরিমাণ ১৪ শতাংশ কম হলেও নির্মাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকের চাহিদা মেটাতে উৎপাদন বাড়াচ্ছে। যদিও বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর বা চিপের যে সংকট চলছে, তার জন্য গাড়ি নির্মাণ শিল্পকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগামী বছর এ সংকট আরো বাড়বে বলেও সতর্ক করছে চিপ তৈরি প্রতিষ্ঠানগুলো। ইউরোপীয় দুই গাড়ি তৈরির প্রতিষ্ঠান স্টেলান্টিস ও ফক্সওয়াগন উভয়ই চিপ সংকটের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে। তারা বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকের চেয়ে পরের সময়গুলোয় চিপ সংকট আরো বাড়বে।

চিপ সরবরাহের ইস্যুকে বাদ দিলে ইউরোপসহ বিশ্বের অন্য দেশগুলোর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো টিকাদান কর্মসূচির সুফল পেতে শুরু করেছে। বিশ্বজুড়েই অটোমোবাইল শিল্পের সঙ্গে জড়িতরা আবার কাজে ফিরতে শুরু করেছেন।

বণিক বার্তা