যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোকে সোলারউইন্ডসের মতো সাইবার হামলা থেকে রক্ষার জন্য ৭৫ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত বাজেট এ বরাদ্দ রাখা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে পুনরায় এমন হামলা না হয় সেজন্য অবকাঠামোগত উন্নয়নও করা হবে। খবর রয়টার্স।

ফেডারেল সাইবার সিকিউরিটির জন্য যে ৫০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে তার অংশ হিসেবে নতুন এই বরাদ্দ যুক্ত হয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রীয় কোষাগারসহ ৯টি এজেন্সিতে সাইবার হামলা হয়। সেই হামলার ধাক্কা কাটিয়ে উঠতেই এই উদ্যোগ।

এই হামলার জন্য যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসকে (এসভিআর) অভিযুক্ত করেছে। এই ইন্টেলিজেন্স সার্ভিস কেজিবির অধীনে বহির্বিশ্বে সফলতার সঙ্গে গুপ্তচরবৃত্তি করে আসছে বলে অভিযোগ রয়েছে।


গত ডিসেম্বরে ইনফরমেশন টেকনোলজি প্রতিষ্ঠান সোলারউইন্ডসে সাইবার হামলার তথ্য প্রকাশ পায়। যুক্তরাষ্ট্রের হাজার হাজার প্রতিষ্ঠান এবং যেসব সরকারি প্রতিষ্ঠান এদের পণ্য ব্যবহার করতো তাদের গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকাররা হাতিয়ে নিয়েছে। মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এই হামলাকে, বিশ্বের সবচেয়ে বড় এবং জটিল সাইবার হামলা বলে আখ্যা দিয়েছেন।

বণিক বার্তা