জাপানের বিভিন্ন প্রদেশে কয়েক লাখ বাড়ি সম্পূর্ণ খালি ও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অনেক স্থানে শহরের জনসংখ্যা বৃদ্ধির জন্য এসব বাড়ির অনেকগুলো জনসাধারণকে বিনামূল্যেও প্রদান করা হচ্ছে। জাপানের সরকারি তথ্যমতে দেশের বিভিন্ন স্থানে এ ধরণের অব্যবহৃত বাড়ির সংখ্যা প্রায় ৮০ লাখ। খবর ইনসাইডার ডট কম।

জাপানে এসব অব্যহূত বাড়িগুলোকে ডাকা হয় ‘আকিয়া’ নামে। জাপানিজ শব্দ আকিয়ার অর্থ হলো ‘খালি বাড়ি’। সাধারণত যেসব বাড়িতে লোকজন থাকতে চায় না এবং রিয়েল এস্টেট ব্যবসায়ীরাও যেসব বাড়ি বিক্রির আশা ছেড়ে দিয়েছে এসব বাড়িকে আকিয়া নামে ডাকা হয়।

সম্প্রতি জাপান সরকার তাদের দেশজুড়ে থাকা লক্ষাধিক আকিয়ার জন্য নতুন মালিক খুঁজতে শুরু করেছে। এ লক্ষ্যে তারা বাড়িগুলোর সম্ভাব্য ক্রেতাদের জন্য নানা ধরণের আর্থিক প্রণোদনার প্রস্তাবও দিচ্ছে। এসব প্রণোদনার মধ্যে রয়েছে বিনামূল্যে বাড়ির মালিকানা হস্তান্তর ও বড় অংকের বাড়ি সংস্কার ভর্তুকি।

এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি প্রদেশ অব্যবহৃত বাড়িগুলোর তথ্য নিয়ে আকিয়া ব্যাংক নামে তথ্যশালাও তৈরি করেছে। এসব তথ্যশালায় বিক্রয়ের জন্য উপযুক্ত থাকা অব্যবহৃত বাড়িগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।

প্রতি পাঁচ বছর অন্তর অন্তর জাপানের আবাসন ও ভূমি সমীক্ষা বিভাগ এসব অব্যবহৃত বাড়ির (আকিয়া) তালিকা প্রণয়ন করে থাকে। এ বিভাগের দেয়া তথ্যানুসারে ২০১৮ সালে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক অব্যবহৃত বাড়ি তালিকাভুক্ত হয়েছে, যার পরিমাণ ছিল ৮৪ লাখ ৯০ হাজার। আবাসন ও ভূমি সমীক্ষা বিভাগের জরিপ অনুসারে এসব বাড়ির অধিকাংশ বসিন্দাই তাদের আত্মীয়-স্বজনের মৃত্যুর পর অথবা নতুন কোনো বাসস্থানের উদ্দেশ্যে এসব বাড়ি ত্যাগ করেছেন। ২০১৮ সালের জরিপ অনুযায়ী ২০১৩ সালের তুলনায় ওই বছর দেশটিতে অব্যবহৃত বাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ২ শতাংশ।

বণিক বার্তা