এশিয়ার স্মার্টফোনে খুব শিগগিরই চালু হতে যাচ্ছে হুয়াওয়ের অপারেটিং সিস্টেম হারমনিওএস। সম্প্রতি এ অপারেটিং সিস্টেম নতুন আপডেট এনেছে প্রতিষ্ঠানটি। যার ফলে হুয়াওয়ের নিজস্ব স্মার্টফোন ছাড়াও অন্যান্য স্মার্ট পণ্যেও এ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে বলে জানা গেছে। তবে বৈশ্বিকভাবে এ অপারেটিং সিস্টেম বাজারজাতের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি চীনের এ বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান। খবর বিবিসি।

গত বছর হুয়াওয়ের সঙ্গে প্রযুক্তি পণ্যের বাণিজ্য বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। জিমেইলের মতো কিছু গুরুত্বপূর্ণ অ্যাপে প্রবেশের ক্ষেত্রে বাধা দেয়ায় হুয়াওয়ে গুগলের অ্যান্ড্রয়েড প্লাটফর্মের সঙ্গে কাজ করার সুবিধা হারায়।

তবে হুয়াওয়ে হারমনি অপারেটিং সিস্টেমকে অ্যান্ড্রয়েডের প্রতিদ্বন্দ্বী হিসেবে মানতে নারাজ। বর্তমানে বিশ্বের ৮৫ দশমিক ৪ শতাংশ হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত। আর বাকি ১৪ দশমিক ৬ শতাংশ হ্যান্ডসেট অ্যাপলের আইওএসে পরিচালিত। আইডিসির এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়াও বাজারে থাকা স্যামসাংয়ের টাইজেন এবং অ্যামাজনের ফায়ার অপারেটিং সিস্টেম বাজারে নিজেদের অবস্থা তৈরি করতে পারেনি। তবে এখন পর্যন্ত কিছু স্মার্ট টিভিতে হারমনি অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞায় অ্যান্ড্রয়েড ব্যবহারে সামগ্রিক কোনো বাধা প্রদান করা হয়নি। তবে তাদের কার্যক্রমে সীমাবদ্ধতা প্রয়োগ করা হয়েছে।

বণিক বার্তা