বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দুটি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। বর্তমানে এদের মধ্যে যে বাণিজ্য সম্পর্ক রয়েছে, তাকে আর যা-ই হোক সুষম বলা যাবে না। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথেরিন টাই বলছেন, দেশ দুটির মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক এখন উল্লেখযোগ্য রকমের ভারসাম্যহীনতার মধ্যে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এখন এটিকে সমান্তরালে আনতে চেষ্টা করছে। খবর ব্লুমবার্গ।

২০২০ সালের জানুয়ারিতে চীনের সঙ্গে সই করা বাণিজ্য চুক্তি বহাল থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন ক্যাথেরিন। তিনি বলেন, এ বাণিজ্য সম্পর্কের কিছু অংশ আছে, যা গোটা সম্পর্কের জন্যই বেশ অস্বাস্থ্যকর। আর এটি সময়ের সঙ্গে সঙ্গে মার্কিন অর্থনীতির বেশ গুরুত্বপূর্ণ অংশকে ক্ষতিগ্রস্ত করেছে।

দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এমন একটি অবস্থানে রয়েছে, যখন এর মধ্যে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। এটা কেবল কর্মদক্ষতার দিক থেকে নয়, দুই দেশের বাজারে একে অন্যের সুযোগ ও উন্মুক্ততার দিক থেকেও। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, বর্তমান প্রশাসন তা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ক্যাথেরিন।

বণিক বার্তা