কভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে সফল দেশগুলোর অন্যতম চীন। গত বছরের শুরুর দিকেই ব্যবসায়িক কার্যক্রম খুলে দিয়েছিল দেশটি। আগেভাগেই অর্থনীতি পুনরুদ্ধার হওয়ায় বিশ্বের অনেক প্রতিষ্ঠান চীনের দিকে ঝুঁকেছে। এরই ধারাবাহিকতায় ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো চীনে বিনিয়োগ বাড়াচ্ছে। সরিয়ে নিচ্ছে সরবরাহ চেইন। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে, চলতি বছর প্রায় ৬০ শতাংশ ইউরোপীয় প্রতিষ্ঠান চীনে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেছে। গত বছরও এ হার ৫১ শতাংশ ছিল। খবর ব্লুমবার্গ।

ব্যবসা বিস্তৃত ও অধিক মুনাফার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। গতকাল প্রকাশিত ইউরোপীয় চেম্বার অব কমার্সের একটি বার্ষিক সমীক্ষায় এ চিত্র উঠে এসেছে। সমীক্ষায় ৫৮৫ জন উত্তরদাতার মধ্যে প্রায় অর্ধেকই বৈশ্বিক গড়ের তুলনায় চীনে অধিক মুনাফার কথা জানিয়েছেন। গত বছর এ মুনাফার কথা জানিয়েছিলেন ৩৮ শতাংশ উত্তরদাতা।

জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা বাজারের স্থিতিস্থাপকতা কভিড-১৯ মহামারীর মধ্যেও ইউরোপীয় সংস্থাগুলোর জন্য প্রয়োজনীয় আশ্রয় সরবরাহ করেছে। চীন দ্রুতই সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল এবং গত বছরের গোড়ার দিকে আবার অর্থনীতি খুলে দিয়েছিল। এটা ২০২০ সালে ফরাসি বিলাসবহুল জায়ান্ট লুঁই ভিতো থেকে শুরু করে জার্মান গাড়ি নির্মাতা বিএমডব্লিউ পর্যন্ত ইউরোপীয় সংস্থাগুলোর জন্য মহামারীতে টিকে থাকার রসদ সরবরাহ করেছিল।

বণিক বার্তা