চীনের ভারসাম্যহীন বাণিজ্যিক আচরণের জন্য এবার দেশটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সেমিকন্ডাক্টর থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিসহ বিভিন্ন জটিল পণ্যপ্রাপ্তিতে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে এক অনুসন্ধানের পর এমনটা জানায় বাইডেন প্রশাসন। খবর রয়টার্স।

বৈশ্বিক বাণিজ্যে চীনের বিরুদ্ধে অবস্থান নিতে ‘সাপ্লাই চেইন ট্রেড স্ট্রাইক ফোর্স’ গঠন করেছেন মার্কিন বাণিজ্যসংশ্লিষ্ট প্রতিনিধিরা। তারা সরবরাহ চেইনে ফাঁপা জায়গা তৈরিতে সুনির্দিষ্ট নিয়ম লঙ্ঘনের মতো ঘটনার অনুসন্ধান করছেন। এগুলো হতে পারে শুল্ক অথবা অন্যান্য প্রতিকার। হোয়াইট হাউজের আন্তর্জাতিক অর্থনীতি ও প্রতিযোগিতা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক পিটার হ্যারেল এমনটা জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তারা জানান, বাণিজ্য মন্ত্রণালয় সেকশন ২৩২-এর অধীনে একটি তদন্ত শুরু করার বিষয়টি বিবেচনা করছে। বিশেষ করে মোটর ও অন্যান্য শিল্প-কারখানার যন্ত্রপাতিতে ব্যবহূত নিউওডিয়াম ম্যাগনেট আমদানির ফলে জাতীয় সুরক্ষায় কী ধরনের প্রভাব পড়ে, তা খতিয়ে দেখা হবে। নিউওডিয়াম আমদানির জন্য যুক্তরাষ্ট্র অনেকাংশে চীনের ওপর নির্ভরশীল।

বণিক বার্তা