কয়েক মাস ধরেই শিথিল হচ্ছে কভিডজনিত বিধিনিষেধ। পাশাপাশি জোরালোভাবে চলছে কভিড-১৯ প্রতিরোধী টিকাদান কর্মসূচি। ফলে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে শক্তিশালী পুনরুদ্ধার দেখা যাচ্ছে। অক্সফোর্ড ইকোনমিকসের সংকলিত সর্বশেষ অর্থনৈতিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই এ অঞ্চলের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষণ রয়েছে। যদিও অর্থনীতিগুলো এখনো প্রাক-মহামারীর স্তর থেকে অনেক পিছিয়ে আছে। খবর গালফ নিউজ।

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের (আইসিএইডব্লিউ) প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মধ্যপ্রাচ্যের আঞ্চলিক জিডিপি ২ দশমিক ৪ শতাংশ বাড়বে। এ হার গত দশকে এ অঞ্চলের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধির সমান। গত বছর বিধিনিষেধের কারণে মধ্যপ্রাচ্যের অর্থনীতি ৪ দশমিক ৪ শতাংশ সংকোচনের পর এটি ইতিবাচক উন্নতি।

এদিকে নতুন কভিড-১৯ প্রাদুর্ভাবে আবারো কঠোর বিধিনিষেধ এবং জ্বালানি তেলের উত্তোলন কমে আসা উৎপাদনে ঘাটতি তৈরি করছে। ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোয় অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। যদিও শক্তিশালী পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) আসন্ন মাসগুলোয় অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করার ইঙ্গিত দেয়। আর বেশ কয়েকটি দেশে টিকাদান কার্যক্রমের বিস্তৃতি অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিকতার দিকে ফিরিয়ে আনতে সহায়তা করছে।



বণিক বার্তা