ফেসবুকে ১ কোটিরও বেশি বাংলাদেশি নাগরিক রক্ত দানে আগ্রহী। ফেসবুকের ‘ডোনেট ব্লাড’ কর্মসূচিতে সম্মতি জানিয়ে ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশি নাগরিকগণ। সামাজিক যোগাযোগে ২০১৭ সাল থেকে চলে আসা এই কর্মসূচিতে রক্তদানের ইচ্ছা প্রকাশ করে বিশ্বজুড়ে সম্মতি জানিয়েছেন ১০ কোটিরও বেশি মানুষ।

সোমবার ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে জানানো হয়েছে,করোনাভাইরাস মহামারির সময় জরুরিভিত্তিতে রক্তের স্বল্পতা মেটাতে গত বছর ফেসবুক এ ফিচারটি নতুনভাবে ২৬টিরও বেশি দেশে চালু করে। ফেসবুকের ‘ডোনেট ব্লাড’ কর্মসূচিতে ‘সাইনআপ’ বা সম্মতি জানিয়ে এখন পর্যন্ত রক্তদানের ইচ্ছা প্রকাশ করেছেন ১ কোটি ১০ লাখেরও বেশি বাংলাদেশি। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এই লিংকে—https://www.facebook.com/blooddonations/ ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, কমিউনিটিভিত্তিক রক্ত সংগ্রহের প্রক্রিয়াকে আরও কার্যকর করতে ‘ফেসবুক ইভেন্টস’ নামে একটি নতুন ফিচার চালু করা হয়েছে।

বণিক বার্তা