বিশ্বব্যাপী সরবরাহ চেইনে সংকট সত্ত্বেও চলতি বছরে চিপ বিক্রি ১৯ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫২ হাজার ৭২২ কোটি ডলারে দাঁড়াবে। সেমিকন্ডাক্টর শিল্পসংশ্লিষ্ট একটি গ্রুপের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর কিয়োদো।

করোনা মহামারী থেকে উত্তরণে ধীরে ধীরে কার্যক্রম বাড়াচ্ছে বিভিন্ন দেশ। ভোক্তা ইলেকট্রনিকস ও গাড়ি শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে কর্মচাঞ্চল্য বেড়েছে। এক্ষেত্রে চিপের চাহিদা অতীতের অন্য যেকোনো সময়ের চেয়ে বেড়েছে।

ওয়ার্ল্ড সেমিকন্ডাক্টর ট্রেড স্ট্যাটিস্টিকস ইনকরপোরেশন তাদের সর্বশেষ পূর্বাভাসে জানায়, ২০২২ সালেও সেমিকন্ডাক্টর বিক্রি অব্যাহতভাবে বাড়তে থাকবে। তা ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়াতে পারে ৫৭ কোটি ৩৪৪ কোটি ডলারে।

করোনা মহামারীর কারণে ঘরে অবস্থান বৃদ্ধিতে গত বছর থেকেই চিপের চাহিদা বাড়ছে। শিক্ষার্থীদের ঘরে থেকে ক্লাস ও পরীক্ষা দেয়া থেকে শুরু করে বিশ্বব্যাপী হোম অফিসের কারণে ল্যাপটপ ও ট্যাবলেটের চাহিদা বেড়েছিল। এছাড়া ভিডিও গেমসের চাহিদাও ছিল রেকর্ড সর্বোচ্চ। চিপ স্বল্পতায় গ্রাহক চাহিদা পূরণে বেশ হিমশিম খেয়েছে প্রযুক্তি ও ইলেকট্রনিকস কোম্পানিগুলো।

বণিক বার্তা