ফরেক্স মার্কেটে আমরা বেশি ভাগ ট্রেডার একা একা এনালাইসিস করে ট্রেড ওপেনের সিদ্ধান্ত নিয়ে থাকি।এই আমাদের এনালাইসিস টা কতটা সঠিক হল বা ভুল হলো তা ধরে দেওয়ার কেউ থাকে না।আর এই কারনে আমরা বেশিরভাগ ট্রেডার লস করে থাকি।যদি আমরা একটা গ্রুপ করে ট্রেড করতাম তাহলে একজন এর এনালাইসিস এর সাথে অন্য জনের এনালাইসিস কম্পয়েয়ার করে ভুল গুলো খুব সহজেই খুজে বের করতে পারতাম।এতে করে আমাদের লসের পরিমাণ কম হত।