চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউরোপীয় অঞ্চলে যুক্তরাজ্যের খাদ্য ও পানীয় রফতানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে রফতানি পরিমাণে এ হ্রাসের হার দেখা দিয়েছে বলে জানায় যুক্তরাজ্যের ফুড অ্যান্ড ড্রিংক ফেডারেশন (এফডিএফ)। এফডিএফের তথ্যে দেখা যায়, গত বছরের এই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে খাদ্য ও পানীয় রফতানি ৪৭ শতাংশ কমেছে। খবর বিবিসি।

যুক্তরাজ্যের খাদ্য ও পানীয় উৎপাদকদের সংগঠন এফডিএফ জানায়, মূলত ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের ব্যবসাকেন্দ্রিক নীতিতে কিছু পরিবর্তন আসায় রফতানির পরিমাণে এ হ্রাসের হার ঘটেছে। পাশাপাশি কভিড-১৯ মহামারীর কারণেও রফতানি হ্রাস পেয়েছে বলে জানায় তারা। তবে দেশটির সরকারি সূত্র বলছে, ব্রেক্সিটের প্রভাব নিয়ে এখনই কোনো ধরনের চূড়ান্ত উপসংহার টানার সময় হয়নি।

সরকারি মুখপাত্র জানান, জাতীয় পরিসংখ্যান দপ্তরের সর্বশেষ বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী মার্চ ও এপ্রিলে ইউরোপে সামগ্রিক রফতানি বেড়েছে। এ দুই মাসের মোট রফতানির পরিমাণ ২০২০ সালে মাসভিত্তিক গড় রফতানির পরিমাণকে ছাড়িয়ে গেছে।

বণিক বার্তা