২০২৫ সালের মধ্যে অগমেন্টেড রিয়ালিটির (এআর) বাজার ৩০ হাজার কোটি ডলার ছাড়াবে। সম্প্রতি চীনে হুয়াওয়ে আয়োজিত এক সম্মেলনে এ পূর্বাভাস দেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। খবর সিনহুয়া।

বেটার ওয়ার্ল্ড সামিট-২০২১-এ মূল বক্তা ছিলেন হুয়াওয়ের ক্যারিয়ার বিজনেস গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা বব কাই। ‘ফাইভজি+এআর, টার্নিং ড্রিমস ইনটু রিয়ালিটি’ শিরোনামে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে এআর বাজার ৩০ হাজার কোটি ডলার ছাড়াবে।

বক্তব্যে তিনি বলেন, ফাইভজি এআর চালু করবে এবং এআর ফাইভজি প্রযুক্তিকে আরো ত্বরান্বিত করবে। শিক্ষা, সোস্যাল নেটওয়ার্কিং, কেনাকাটা, ভ্রমণ ও নেভিগেশন এবং গেমিং—পাঁচ শিল্প খাত প্রথমেই এআর প্রযুক্তিকে বিস্তৃতভাবে গ্রহণ করবে। বাস্তবের দুনিয়া ও ডিজিটাল পরিসরকে একত্র করার মাধ্যমে আমাদের কল্পনাকে বাস্তবে পরিণত করবে এআর।

সম্মেলনটিতে এআরের বিভিন্ন বিষয় ও অ্যাপ্লিকেশন নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দেন বব কাই। শ্বেতপত্রে এআর শিল্প খাতের ডিভাইস, অ্যাপ্লিকেশন ও নেটওয়ার্কিং নিয়ে বিস্তারিত অনেক তথ্য উঠে আসবে।

বৈশ্বিক মহামারীর কারণে সারা বিশ্বে ছড়িয়ে থাকা হুয়াওয়ের গ্রাহকরা চীনা প্রযুক্তি জায়ান্টটির অফিস পরিদর্শন করতে পারছেন না। এজন্য হুয়াওয়ে এআরের সাহায্যে অনলাইনে এর শীর্ষস্থানীয় নানা পণ্য ও সমাধান নিজের গ্রাহকদের সামনে তুলে ধরার মাধ্যমে অনলাইন যোগাযোগকে আরো কার্যকরী করে তুলেছে। এছাড়া হুয়াওয়ে নিজে এআর ব্যবহার করে ফাইভজি বেজ স্টেশনগুলোর হস্তান্তরের প্রক্রিয়া খুব সহজ ও দ্রুততর করেছে। হুয়াওয়ের এআর ব্যবহারের এ রকম বেশকিছু কেস স্টাডিও দেখানো হয় এ অনুষ্ঠানে।

বণিক বার্তা