অডিওভিত্তিক প্লাটফর্ম ক্লাবহাউজের সঙ্গে টেক্কা দিতে নিজস্ব অডিওনির্ভর প্লাটফর্ম নিয়ে এল ফেসবুক। সম্প্রতি যুক্তরাষ্ট্রে লাইভ অডিও রুম নামে এ সেবা চালু হয়েছে। খবর দ্য ভার্জ।

বিশ্বের বৃহত্তম এ সোস্যাল নেটওয়ার্কে এ সেবা চালু হওয়ায় পডকাস্টসহ বিভিন্ন অডিওভিত্তিক অনুষ্ঠানাদি করতে পারবে ব্যবহারকারীরা। গত বছর করোনা লকডাউনে বেশ সাড়া ফেলে অডিও প্লাটফর্ম ক্লাবহাউজ। ইনভাইট-অনলি এ প্লাটফর্মটির সফলতায় একই ধরনের সেবা বাজারে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

লাইভ অডিও রুম নিয়ে ফেসবুক বলছে, তারা অডিওকে প্রথম শ্রেণীর মাধ্যম হিসেবে আনতে চায়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি টুইটার ও মেসেজিং প্লাটফর্ম ডিসকর্ডের সঙ্গে প্রতিযোগিতায় নামল। দুটি প্রতিষ্ঠানই অডিওনির্ভর সেবা এনেছে। এর আগে স্পটিফাই গত বুধবার গ্রিনরুম নামে অডিও সেবা এনেছে। এদিকে স্ল্যাক, মাইক্রোসফট মালিকানাধীন লিংকডইন এবং রেডিটও একই ধরনের সেবা আনার বিষয়ে কাজ করছে।

আইওএস ব্যবহার করে মার্কিন তারকারা এবং কিছু ফেসবুক গ্রুপ লাইভ অডিও রুম তৈরি করতে পারবে, যেখানে ৫০ জন বক্তা ও অসংখ্য শ্রোতা থাকতে পারবে।

বণিক বার্তা