বিগত বছরে সকল কারেন্সি পেয়ার এর মুভমেন্ট ছিল অনেকবেশী যার মুল কারন হচ্ছে বিদ্যমান মহামারী জনিত কারনে এক এক দেশের অর্থনৈতিক অবস্থা। আমরা যদি গত বছরের GBP/USD মুভমেন্ট এর দিকে তাকাই তাহলে দেখতে পাবো কারেন্সি পেয়ারটি বৈশ্বিক লকডাউন এর শুরুতে অর্থাৎ, মার্চ-২০২০ থেকে মাত্র ১৫ দিনের ব্যবধানে প্রায় ৮০০ পিপ্স নিচে নেমে আসে। তবে এপ্রিল-২০২০ এর শুরু থেকে প্রাইস অনাকাঙ্ক্ষিত এই ডাউনট্রেন্ড থেকে বের হয়ে আসতে সক্ষম হয় এবং বছর শেষ করে আপ্ট্রেন্ডে থেকেই।এপ্রিল ২০২০ থেকে এখন পর্যন্ত কারেন্সি পেয়ারটিতে আপট্রেন্ড বিদ্যমান এবং সেই হিসাবে এই বছরের ফেব্রুয়ারি মাসের শেষে এসে সর্বাধিক 1.4245 লেভেল স্পর্শ করতে সক্ষম হয় যা ছিল এপ্রিল – ২০১৮ এর পড়ে সর্বাধিক প্রাইস লেভেল।

ট্রেডিং পরামর্শ –
H4 টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
যাদের Sell এন্ট্রি আছে সেটি রেখে দেয়ার পরামর্শ দিচ্ছি।
নতুন করে চাইলে Sell এন্ট্রি গ্রহন করা যেতে পারে তবে এখন সেল এন্ট্রিটি কিছুটা রিস্কি। যদি এন্ট্রি গ্রহন করেন তাহলে স্টপলস এর লেভেল হবে 1.3849 এর উপরে ক্যান্ডেল এর অবস্থান।
কোনও ধরনের Buy এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
সেল এন্ট্রির সম্ভাব্য প্রফিট টার্গেট হতে পারে 1.3970-90 এর কাছাকাছি।
অনুগ্রহ করে এন্ট্রি লেভেল স্টপলস সেট করে নেয়ার পরামর্শ দিচ্ছি।