বৈদ্যুতিক গাড়ি নির্মাণে পুরোপুরি মনোনিবেশ করতে যাচ্ছে জার্মানির গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফক্সওয়াগন। সে পরিকল্পনার অংশ হিসেবে ২০৩৫ সালের মধ্যে ইউরোপের বাজারে কমবাসশন ইঞ্জিন বা জীবাশ্ম জ্বালানিচালিত ইঞ্জিন বন্ধ করবে তারা। ধীরে ধীরে যুক্তরাষ্ট্র ও চীনেও বন্ধ হবে এ ইঞ্জিন বিক্রি। খবর রয়টার্স

ফক্সওয়াগনের নির্বাহী পর্ষদ সদস্য ক্লাউস জেলমের বলেন, ইউরোপে আমরা ২০৩৩ থেকে ৩৫ সালের মধ্যে কমবাসশন ইঞ্জিনচালিত গাড়ির ব্যবসা বন্ধ করে দিতে চাই। এরপর ধীরে ধীরে যুক্তরাষ্ট্র ও চীনেও বন্ধ করা হবে। ২০৫০ সাল নাগাদ ফক্সওয়াগন কার্বন নিঃসরণ করে এমন কোনো ধরনের বাহন আর তৈরি করবে না। সে কারণেই ধীরে ধীরে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে মনোযোগ দেয়া হচ্ছে।

২০৩০ সাল নাগাদ ইউরোপের বাজারে ৭০ শতাংশ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন এ কর্মকর্তা। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক লক্ষ্যমাত্রার সঙ্গে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে ফক্সওয়াগন। প্রয়োজনে ইইউর লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যেতে চায় তারা।

বণিক বার্তা