চীনের বাজার থেকে ২ লাখ ৮৫ হাজারেরও বেশি গাড়ি তুলে নেবে বৈদ্যুতিক গাড়ি জায়ান্ট টেসলা। তদন্তে গাড়িগুলোর অটোপাইলট সফটওয়্যার সম্পর্কিত সমস্যা পাওয়া গেছে, যা রাস্তায় সংঘর্ষের কারণ হতে পারে। চীনা নিয়ন্ত্রক সংস্থা এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে তৈরি ও দেশটিতে আমদানি হওয়া মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়িগুলো এ সিদ্ধান্তের আওতায় পড়বে। টেসলা বিনামূল্যে ও দূরবর্তীভাবেই সফটওয়্যারটি হালনাগাদ করে দেবে।

চীনা নিয়ন্ত্রক সংস্থা স্টেট অ্যাডমিনিস্ট্রেশ ফর মার্কেট রেগুলেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, এ পদক্ষেপটি বৈদ্যুতিক গাড়িগুলোর স্বচালিত ফাংশনের সঙ্গে যুক্ত, যা গ্রাহকরা দুর্ঘটনাক্রমে সক্রিয় করতে পারেন।

গাড়িগুলোর মধ্যে চীনে নির্মিত ২ লাখ ৪৯ হাজার ৮৫৫ ইউনিট মডেল থ্রি ও মডেল ওয়াই এবং আমদানিকৃত ৩৫ হাজার ৬৬৫ ইউনিট মডেল থ্রি সেডান অন্তর্ভুক্ত রয়েছে।

বণিক বার্তা