তিন বছরে মেনা অঞ্চলের ডিজিটাল অর্থনীতি দ্বিগুণেরও বেশি বাড়বে ছবি: দ্য ন্যাশনাল

বিশ্বজুড়ে ক্রমে বিস্তৃত হচ্ছে ডিজিটাল অর্থনীতি। কভিড-১৯ মহামারী এ প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করেছে। মানুষ এখন ঘরে বসেই সারছে কেনাকাটা। অনলাইনেই বুকিং দিচ্ছে ভ্রমণের টিকিট থেকে শুরু করে থাকা-খাওয়ার মতো পরিষেবাও। এ ডিজিটাল অর্থনীতি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় (মেনা) দ্রুতগতিতে বাড়ছে। ২০২৩ সালের মধ্যে মেনা অঞ্চলের ডিজিটাল অর্থনীতি ২০২০ সালের চেয়ে দ্বিগুণেরও বেশি হবে। ভারতীয় গবেষণা সংস্থা রেডসিয়ারের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রেডসিয়ার জানিয়েছে, অনলাইন রিটেইল ও ভ্রমণ খাতের নেতৃত্বে মেনা অঞ্চলের ভোক্তা ডিজিটাল অর্থনীতি ২০২৩ সালের মধ্যে ১০ হাজার কোটি ডলারে পৌঁছবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। ২০২০ সালে মেনা অঞ্চলের ডিজিটাল অর্থনীতির মূল্যমান ছিল ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ কোটি ডলার।

অঞ্চলটিতে রেডসিয়ারের অংশীদার সন্দ্বীপ গানেদিওয়ালা দ্য ন্যাশনালকে বলেন, ডিজিটাল অর্থনীতি মূলধারার হয়ে ওঠার সঙ্গে সঙ্গে এ খাতগুলোর ব্যবসায়ীদের বিভিন্ন চ্যালেঞ্জেরও মোকাবেলা করতে হবে। এক্ষেত্রে ছাড়ের পাশাপাশি গ্রাহকদের আরো ভালো অভিজ্ঞতা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

মধ্যপ্রাচ্যের অনলাইন কেনাকাটায় গ্রাহক স্থানান্তরকে ত্বরান্বিত করেছে কভিড-১৯ মহামারী। ফলে এ অঞ্চলের ই-কমার্স খাত দ্রুতগতিতে বাড়ছে। মার্কিন ব্যবস্থাপনা পরামর্শক সংস্থা বেইন অ্যান্ড কোম্পানি ও গুগলের গবেষণা অনুযায়ী, মেনা অঞ্চলে অনলাইন বিক্রি ২০১৭ সালে ৮৩০ কোটি ডলার ছিল। আগামী বছর এ বিক্রি তিন গুণ বেড়ে ২ হাজার ৮৫০ কোটি ডলারে পৌঁছবে।

বণিক বার্তা