কভিডজনিত বিধিনিষেধ শিথিলের পর থেকে বাড়তে শুরু করেছে ইউরো জোনের (যেসব দেশ ইউরো মুদ্রা ব্যবহার করে) ব্যবসায়িক কার্যক্রম। চলতি বছরের জুনে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে এ জোনের ব্যবসায়িক কর্মপরিধি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা দেখা গেছে।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি মহামারীর কারণে শ্রমিক সংকট ও সরবরাহ চেইনে ঘাটতির কারণে বাড়ছে মূল্যস্ফীতিও। লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের চূড়ান্ত কম্পোজিট পারচেজিং ম্যানেজারস’ ইনডেক্স (পিএমআই) অনুসারে ইউরো জোনের অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক জুনে বেড়ে ৫৯ দশমিক ৫ পয়েন্টে পৌঁছেছে। এটা ২০০৬ সালের জুনের পর থেকে সর্বোচ্চ। মে মাসে এ সূচক ছিল ৫৭ দশমিক ১ পয়েন্ট। এটি ফ্ল্যাশ অনুমান সূচক ৫৯ দশমিক ২-এর চেয়ে এগিয়ে ছিল এবং সংকোচনের চেয়ে প্রবৃদ্ধিকে পৃথকীকরণে ৫০ মার্ক উপরে অবস্থান করছিল।

অক্সফোর্ড ইকোনমিকসের অর্থনীতিবিদ মাতেউজ আরাবান জানান, সূচকটি গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মাধ্যমে বোঝা যায়, অঞ্চলটি মহামারী-পরবর্তী সময়ে তার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। একই সময়ে ব্যাকলগস ও উৎপাদন মূল্য কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

ইউরো জোনের কর্মসংস্থান-সংক্রান্ত পিএমআই সাব-ইনডেক্সেও ঊর্ধ্বগতি লক্ষ করা যায়। সূচকের এ ঊর্ধ্বমুখিতা প্রমাণ করে যে, নভেল করোনাভাইরাস জনিত বিধিনিষেধ শিথিল করার ফলে এ খাতও যথেষ্ট অগ্রগতির দিকে পরিচালিত হচ্ছে। ইউরোপজুড়ে কভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালনার ফলে ভোক্তারা আগের চেয়ে বেশি চাহিদা তৈরি করছেন। মহাদেশটিজুড়ে সরকারগুলোর দ্রুতগতিতে কভিড-১৯ টিকা দান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের ফলে আশা করা যায়, আগামীতে সরকারগুলো আরো বেশি হারে কর্মসংস্থানের কার্যক্রম পুনরায় শুরুর অনুমতি দেবে। এমন পরিস্থিতিতে ২০০৭ সালের জুলাইয়ের পর বর্তমানে এ খাতের পিএমআই সূচক সর্বোচ্চে অবস্থান করছে।

বণিক বার্তা