চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাং ইলেকট্রনিক্সের মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ। বাজারে চিপের চাহিদা ও উচ্চমূল্যের পাশাপাশি ডাটা সেন্টারগুলোতে পুনরায় বিনিয়োগ শুরু হওয়ায় এই প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

২০ জন বিশ্লেষকের বরাতে রেফিনিটিভ স্মার্টএস্টিমেট তাদের প্রাককলনে জানায়, গত এপ্রিল থেকে জুনে স্যামসাংয়ের পরিচালন মুনাফা দাঁড়াতে পারে ১১ দশমিক ৩ ট্রিলিয়ন উন বা ১ হাজার কোটি ডলার।

জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকের তুলনায় স্মার্টফোন বিক্রি কম হলেও চিপের উপর ভর করে চাঙ্গা মুনাফা করল বিশ্বের সবচেয়ে বড় চিপ ও স্মার্টফোন উত্পাদনকারী এ প্রতিষ্ঠানটি ।

প্রথম প্রান্ত্মিকের তুলনায় দ্বিতীয় প্রান্ত্মিকে স্যামসাংয়ের আয় বেড়েছে ২০ শতাংশ। এছাড়া ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকের পর সর্বোচ্চ পরিচালন আয় করতে যাচ্ছে স্যামসাং।

আজ দ্বিতীয় প্রান্তিকের আয়-ব্যয়ের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করতে পারে টেলিকম ও প্রযুক্তি জায়ান্টটি।

বিশ্লেষকরা মনে করছেন, চিপ স্বল্পতা এবং এর উচ্চমূল্যের কারণে মূলত প্রতিষ্ঠানটি ভালো মুনাফা অর্জন করতে পেরেছে। এছাড়া এ সময়ে স্যামসাংয়ের পণ্য রফতানিও বেড়েছে।

বণিক বার্তা