বিশ্বজুড়ে নগদ অর্থের পরিবর্তে মানুষের ডিজিটাল লেনদেনের প্রতি আগ্রহ বাড়ছে। কভিড-১৯ মহামারীর ঘরবন্দি অবস্থা এ পরিবর্তনকে আরো ত্বরান্বিত করেছে। অর্থ স্থানান্তর থেকে শুরু করে মুদি পণ্য কেনা কিংবা ইউটিলিটি বিল পরিশোধসহ সব ক্ষেত্রেই কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে কমে যাচ্ছে নগদ অর্থ লেনদেনের পরিমাণ। আর ক্যাশলেস বা নগদ অর্থবিহীন অর্থনীতির তালিকায় শীর্ষে রয়েছে কানাডা। এর পরই রয়েছে হংকং, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ডের নাম।

ব্রিটিশ দাম পর্যালোচনা করা ওয়েবসাইট মানি ডটকম ডট ইউকের ‘ক্যাশলেস কান্ট্রিস’ শীর্ষক একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মানি ডটকম ডট ইউকের সিনিয়র ব্যক্তিগত অর্থ বিশেষজ্ঞ জেমস অ্যান্ড্রুস দ্য ন্যাশনালকে বলেন, এমনকি কভিড-১৯ মহামারীর আগেও আমরা কাগজের অর্থ থেকে ইলেকট্রনিক পেমেন্টের দিকে স্থানান্তরের বৈশ্বিক পরিবর্তন দেখছিলাম। তবে মহামারী নিঃসন্দেহে এ পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। গত ১২ মাসে আমরা দেখেছি, ৪০টিরও বেশি দেশ স্পর্শবিহীন লেনদেনের সীমা বাড়িয়েছে।

মানি ডটকমের প্রতিবেদনে বিশ্বব্যাংক, ডেবিট ও ক্রেডিট কার্ড সরবরাহকারী এবং ই-ওয়ালেট অপারেটরদের বিভিন্ন দেশে স্পর্শবিহীন লেনদেনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। নগদ অর্থবিহীন অর্থনীতির তালিকা তৈরির মানদণ্ডে ১৫ বছরের বেশি বয়সী জনসংখ্যার সঙ্গে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের হার, প্রতি এক লাখ জনসংখ্যায় এটিএমের সংখ্যা, স্পর্শবিহীন লেনদেনের সীমা এবং একটি দেশে বড় ই-ওয়ালেট অপারেটরদের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে।

বণিক বার্তা