কভিড-১৯ টিকাদান কার্যক্রমে সবচেয়ে পিছিয়ে আছে আফ্রিকার দেশগুলো ছবি: জাতিসংঘ
বিশ্বজুড়ে চলছে কভিড-১৯ প্রতিরোধী টিকাদান কার্যক্রম। কয়েকটি দেশ পর্যাপ্ত টিকা প্রয়োগের কাছাকাছি পৌঁছেছে। তবে গুটিকয়েক উন্নত দেশ ছাড়া বেশির ভাগ দেশই মাত্র কয়েক শতাংশ নাগরিককে টিকার আওতায় আনতে পেরেছে। এজন্য বেশকিছু দেশে আবারো কভিডের ভয়াবহ সংক্রমণ দেখা দিয়েছে। চাহিদার সঙ্গে সংগতি রেখে পাওয়া যাচ্ছে না টিকাও। এমন পরিস্থিতিতে মহামারী থেকে বেরিয়ে আসতে ৫ হাজার কোটি ডলারের তহবিল প্রয়োজন বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বৈশ্বিক ঋণদানকারী সংস্থাটি জানিয়েছে, অর্থনৈতিক পুনরুদ্ধারের মাধ্যমে এ অর্থ কয়েক লাখ কোটি ডলারের সহায়তা করবে। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বলেন, এ পদক্ষেপ হবে আমাদের জীবনের সেরা পাবলিক বিনিয়োগ এবং বৈশ্বিক গেম-চেঞ্জার। ক্রমবর্ধমান মানবিক ও অর্থনৈতিক ক্ষতি রোধে এ তহবিল গঠনে শিল্পোন্নত ২০ দেশকে তাত্ক্ষণিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

চলতি সপ্তাহে ইতালির ভেনিসে জি২০ দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের আগে জর্জিভা টিকা তহবিলে এ সহায়তার আহ্বান জানালেন।

এক বিবৃতিতে আইএমএফ প্রধান বলেন, টিকাপ্রাপ্তিতে বৈষম্য অর্থনৈতিক বৈষম্যকে আরো বাড়িয়ে তুলবে। টিকার প্রাপ্যতা, সংক্রমণের হার ও নীতিসহায়তা দেয়ার ক্ষমতায় পার্থক্যের কারণে বিশ্ব দুই ধরনের পুনরুদ্ধারের মুখোমুখি হচ্ছে। এটি এমন একটি জটিল মুহূর্ত, যা বিশ্বজুড়ে জি২০ ও নীতিনির্ধারকদের জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

বণিক বার্তা