মে মাসে যুক্তরাজ্যের অর্থনীতি বেড়েছে দশমিক ৮ শতাংশ ছবি: এপি
নভেল করোনাভাইরাস মহামারী-পরবর্তী বিধিনিষেধ শিথিলের পরও ব্রিটিশ অর্থনীতি পুনরুদ্ধারের গতি প্রত্যাশার চেয়ে অনেকটা ধীরগতিতে এগিয়ে চলছে। টানা চর্তুথ মাসের মতো মে মাসে দেশটির অর্থনীতি বেড়েছিল। তবে প্রবৃদ্ধির হার প্রত্যাশার তুলনায় অনেক কম ছিল। সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যান দপ্তরের এক তথ্যে এমন চিত্র দেখা যায়।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মে মাসে যুক্তরাজ্যের অর্থনীতি দশমিক ৮ শতাংশ বেড়েছে। গত বছরের পর প্রথমবারের মতো রেস্তোরাঁ ও পাবগুলো তাদের ভোক্তাদের অভ্যন্তরীণ সেবা চালু করার পর এ চিত্র দেখা যায়। ব্রিটিশ জাতীয় পরিসংখ্যান দপ্তরের এক বিবৃতিতে এমনটা বলা হয়। এপ্রিলে দেশটির জিডিপিতে প্রবৃদ্ধির হার ছিল ২ শতাংশ। বিশ্লেষকরা ধারণা করছিলেন, মে মাসে এ হার প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমতে পারে।

ব্রিটিশ অফিস ফর দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) অর্থনৈতিক পরিসংখ্যানবিষয়ক উপজাতীয় পরিসংখ্যানবিদ জনাথন অ্যাথো জানান, টানা চতুর্থ মাসের মতো ব্রিটিশ অর্থনীতি বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। যদিও সম্প্রতি এ প্রবৃদ্ধিতে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে। তবে মহামারী-পূর্ববর্তী সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় বর্তমানে প্রবৃদ্ধির হার প্রায় ৩ শতাংশের মতো কম আছে।

বণিক বার্তা