বিশ্বজুড়ে ফ্রি ইন্টারনেটসেবায় সাইবার হামলার পরিমাণ বাড়ছে। তাই ইন্টারনেট ব্যবহারে এসব হুমকি ও হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। খবর বিবিসি।

তিনি বলেন, অনেক দেশ তথ্যের অবাধ আদান-প্রদানে বিধিনিষেধ আরোপ করছে এবং অন্যরাও এ পদ্ধতি অনুসরণ করছে।

এক সাক্ষাত্কারে পিচাই একই সঙ্গে কর দেয়া, ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তার বিষয়ও উপস্থাপন করেন। তিনি গতানুগতিক ধারার ইন্টারনেটসেবা, আগুন ও বিদ্যুতের তুলনায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে বেশি কার্যকর বলে আখ্যা দেন।

সুন্দর পিচাইয়ের মতে, আগামী এক শতাব্দীতে প্রযুক্তিজগতের দুটি বড় পরিবর্তন বিশ্বে বিপ্লবের সৃষ্টি করবে। সেগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিং। সিলিকন ভ্যালিতে অবস্থিত গুগলের প্রধান কার্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ ও বিস্তৃতি নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, উদ্ভাবনের ইতিহাসে এ প্রযুক্তি মানবজাতির জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়ে উঠবে।

পিচাই বলে, কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মেশিনের মধ্যে মানুষের জ্ঞান, বোধশক্তি, অনুভূতির প্রবেশ করানো। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন ন অনেক সিস্টেম মানুষের চেয়ে আরো দ্রুত সময়ে জটিল জটিল সমস্যার সমাধান করছে।