পণ্য কেনার পর ক্রেতাকে অর্থমূল্য কিস্তিতে পরিশোধের সুযোগ দেবে অ্যাপল। সম্প্রতি গণমাধ্যমে এ খবর প্রকাশের পর কিস্তিতে পণ্য কেনার সুবিধা দিয়ে থাকে এমন অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ার দর কমে গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে অ্যাপলের নতুন এ পরিকল্পনার খবর জানিয়েছে মার্কিন বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। ২০১৯ সালেই অ্যাপল কার্ড এর জন্য আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস এর সঙ্গে জোট বেঁধেছে মার্কিন টেক জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। ক্রেতাদেরকে কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ করে দিতেও একই প্রতিষ্ঠানের সঙ্গেই কাজ করবে অ্যাপল।
অ্যাপলের এ পরিকল্পনার খবরে বুধবার অস্ট্রেলিয়ায় তালিকাভুক্ত প্রতিষ্ঠান ‘আফটারপে’ -এর শেয়ার দর ১০ শতাংশ নিচে নেমে গেছে। অস্ট্রেলিয়াতে ‘আগে কিনুন, পরে দাম দিন’ ধরনের প্রতিষ্ঠানের মধ্যে এটিই সবচেয়ে বড়। শেয়ার দর কমেছে দেশটির ছোট প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান জিপ কোম্পানি লিমিটেড এবং সেজেল এরও। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ন্যাসডাক তালিকাভুক্ত অ্যাফার্ম হোল্ডিংস ইনকর্পেরেটেডের শেয়ার দর কমেছিল ১৪ শতাংশেরও বেশি, পরে মঙ্গলবার দিনশেষে তা ঠেকেছে ১০.৫ শতাংশে।
[IMG]http://forex-bangla.com/customavatars/851477678.jpg[/IMG]