কভিড-১৯ মহামারী থেকে পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে বিভিন্ন পণ্যের দাম বাড়ছিল। বর্তমানে এটি ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরবরাহ ঘাটতির কারণে পণ্য ও পরিষেবার দামে এমন উল্লম্ফন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মার্কিন শ্রম বিভাগের প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। খবর অ্যাসোসিয়েটেড প্রেস।

প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের মে মাসের তুলনায় জুনে ভোক্তামূল্য বেড়েছে দশমিক ৯ শতাংশ। আর গত বছরের তুলনায় জুনে ভোক্তামূল্য বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ। গত মাসের এ মূল্যস্ফীতি ২০০৮ সালের পর সর্বোচ্চ। বিশেষ করে তেল ও গ্যাসের বাজারে অস্থিরতার ফলে গত বছর মূল্যস্ফীতি ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। এটি ১৯৯১ সালের পর সবচেয়ে বড় বৃদ্ধির ঘটনা।

নভেল করোনাভাইরাস মহামারীর পর মার্কিন অর্থনীতির দ্রুত পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতির এমন উচ্চহার ফেডারেল রিজার্ভে বিতর্ক উসকে দিচ্ছে। পাশাপাশি এ মূল্য বৃদ্ধি কতদিন চলমান থাকবে এ নিয়ে বাইডেন প্রশাসন ও কংগ্রেশনাল রিপাবলিকদের মধ্যেও বিতর্কের সুযোগ তৈরি করছে।

মূল্যস্ফীতির এমন পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউজ ও ফেডারেল রিজার্ভ উভয়ই একই মতামত দিয়েছে। তারা বলছে, এ পরিস্থিতি সাময়িক সময়ের জন্য। আশা করা যায়, এটি দীর্ঘায়িত হবে না। সরবরাহ চেইনে থাকা প্রতিবন্ধকতাগুলো দূর হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আবারো স্বাভাবিক হয়ে উঠবে। তবে ব্যবহূত গাড়ি, হোটেল কক্ষ ও পোশাকের মূল্য বৃদ্ধির ব্যাপারে অর্থনীতিবিদ ও ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা একমত পোষণ করেছেন।

বণিক বার্তা