সাবেক এনএসএ ও হোয়াইট হাউজ কর্মকর্তা জেন ইস্টারলি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিআইএসএ) পরবর্তী প্রধান। গতকাল মার্কিন সিনেটে তার নিয়োগ অনুমোদিত হয়। সাম্প্রতিক দিনগুলোতে যখন র্যানসমওয়্যার ও সাইবার হামলা বাড়ছে, ঠিক এ মুহূর্তে তার নিয়োগ বাইডেন প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে মার্কিন সংবাদপত্র পলিটিকো জানায়, এক সাইবার হামলার পর অপর হামলার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সিআইএসএ। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থাটি কম কর্মী নিয়ে অধিক সংকট মোকাবেলা করার চেষ্টা করছে। চলমান মহামারীতে বেশ কয়েকবার সাইবার হামলা মোকাবেলা করতে হয়েছে এ প্রতিষ্ঠানটিকে। স্বাস্থ্যসেবা খাত র্যানসমওয়্যার হামলার শিকার হলে মুক্তিপণ দিয়ে উদ্ধার পেতে হয়। সোলারউইন্ডস হ্যাকিংয়ের পর পরই কলোনিয়াল পাইপলাইন র্যানসমওয়্যার হামলার শিকার হয়। শীর্ষস্থানীয় মাংস সরবরাহকারী জেবিএসে সাইবার হামলার খবর পুরনো হতে না হতেই সম্প্রতি আক্রান্ত হয় ফ্লোরিডাভিত্তিক প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান কাসেয়া।

বণিক বার্তা