চলতি বছর পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি তুলনামূলক কম হবে বলে মনে করছে বিশ্বব্যাংক। কারণ হিসেবে বলা হচ্ছে, এসব অঞ্চলের অনেক দেশই এখনো কভিড-১৯ মহামারীর হাত থেকে রেহাই পায়নি। কোথাও কোথাও বেড়েছে রোগটির প্রকোপ। সে তুলনায় বাড়েনি টিকা সরবরাহ।

গত মার্চে বিশ্বব্যাংক ধারণা করেছিল, চীন বাদে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রবৃদ্ধি ৪ দশমিক ৪ শতাংশ হতে পারে। তবে এখন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলছেন, এ প্রবৃদ্ধি ৪ শতাংশের বেশি হবে না। সহিংস-সংঘাতপূর্ণ দেশ যেমন মিয়ানমার প্রত্যাশার চেয়েও বেশি মন্দার কবলে পড়বে।

বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি বলছে, যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশ যেখানে সব ধরনের বিধিনিষেধ শিথিলের কথা ভাবছে সেখানে এ অঞ্চলের অনেক দেশকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করতে হচ্ছে। ফলে এসব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্বাভাবিকভাবেই লক্ষ্যমাত্রা অনুযায়ী হবে না।

মালপাস বলেন, প্রবৃদ্ধির হার নির্ভর করবে দেশগুলো কত দ্রুত কভিড প্রতিরোধী টিকার ব্যবস্থা করতে পারে তার ওপর। তবে এ অঞ্চলের অনেক দেশই ২০২৪ সালের আগে তাদের দেশের সব মানুষকে টিকার আওতায় আনতে পারবে না। সে কারণে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে উন্নয়নশীল দেশগুলোতে টিকা কার্যক্রমের পরিধি বাড়ানোর ওপর।

বণিক বার্তা