ইউরোপে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মোট গাড়ি বিক্রির তুলনায় বৈদ্যুতিক গাড়ির বাজার অংশীদার দ্বিগুণেরও বেশি হয়েছে। এ সময়ে নতুন গাড়ি বিক্রির মধ্যে বৈদ্যুতিক গাড়ির বাজার অংশীদার ৭ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। যেখানে গত বছরের একই সময়ে এ হার ৩ দশমিক ৫ শতাংশ ছিল।

আরব নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যার হিসাবে দ্বিতীয় প্রান্তিকে ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি তিনগুণেরও বেশি বেড়ে ২ লাখ ১০ হাজার ২৯৮ ইউনিটে পৌঁছেছে।

ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার স অ্যাসোসিয়েশন (এসিইএ) জানিয়েছে, এ অঞ্চলের চারটি বাজারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি সবচেয়ে বেশি বেড়েছে। এর মধ্যে স্পেন ও জার্মানিতে চারগুণেরও বেশি বেড়েছে। এক্ষেত্রে এগিয়ে রয়েছে প্লাগ-ইন হাইব্রিড বৈদ্যুতিক যানবাহন। দ্বিতীয় প্রান্তিকে এ গাড়ির নিবন্ধন ২৫৫ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ লাখ ৩৫ হাজার ৭৩০ ইউনিটে পৌঁছে গেছে। এ সময়ে হাইব্রিড গাড়ির বিক্রিও তিনগুণ বেড়ে ৫ লাখ ৪১ হাজার ১৬২ ইউনিটে পৌঁছেছে।

এদিকে কভিডজনিত কারণে গত বছরের এ সময়ে যানবাহন কম বিক্রি হওয়ায় সে তুলনায় নতুন পেট্রল ও ডিজেলচালিত যানবাহনের নিবন্ধনও বেড়েছে। তবে বাজার অংশীদারের দিক থেকে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়িগুলোর প্রভাব অনেক কমেছে। ডিজেলচালিত গাড়ির বাজার অংশীদার ২৯ দশমিক ৪ শতাংশ থেকে ২০ দশমিক ৪ শতাংশে নেমেছে। পাশাপাশি পেট্রলচালিত যানবাহনের এ হার ৫১ দশমিক ৯ শতাংশ থেকে কমে ৪১ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে।

বণিক বার্তা