বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে কভিডের ডেল্টা ধরন। অতি সংক্রমণপ্রবণ এ ধরন মোকাবেলায় বিভিন্ন দেশে আবারো জারি করা হচ্ছে বিধিনিষেধ। এদিকে চীন ও জার্মানিতে আঘাত হেনেছে প্রাকৃতিক দুর্যোগ। আর সাইবার হামলার শিকার হয়েছে দক্ষিণ আফ্রিকার মূল বন্দরগুলো। সব মিলিয়ে এ বিষয়গুলো ভঙ্গুর সরবরাহ চেইনকে আরো সংকটে ফেলেছে। হুমকির মুখে পড়েছে বিশ্বজুড়ে কাঁচামাল, যন্ত্রাংশ ও ভোগ্যপণ্যের সরবরাহ।

বিভিন্ন প্রতিষ্ঠান, অর্থনীতিবিদ ও শিপিং বিশেষজ্ঞদের মতে, এ কারণগুলো বৈশ্বিক সরবরাহ চেইনকে জটিল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কভিডের ডেল্টা ধরন এশিয়ার বিভিন্ন অঞ্চলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ভাইরাসটির সংক্রমণ মোকাবেলায় এ অঞ্চলের অনেক দেশ নাবিকদের প্রবেশে নিষিদ্ধ করেছে। এমনকি পণ্যবাহী জাহাজগুলোর কর্মী পরিবর্তন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এভাবে পরিবর্তনের কারণে সৃষ্টি হয়েছে কর্মী সংকটও।

ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিংয়ের মহাসচিব গাই প্লাটেন বলেন, আমরা ক্রু পরিবর্তনের সংকট পার করে এসেছি। তবে এখন পরিস্থিতি আলাদা। বৈশ্বিক সরবরাহ চেইনের জন্য এটি একটি বিপজ্জনক মুহূর্ত।

এ সপ্তাহে দক্ষিণ আফ্রিকার কনটেইনার বন্দর কেপটাউন ও ডারবানে সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে। এ কারণে টার্মিনালগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে। অন্যদিকে সম্প্রতি কভিড রোগীর কাছাকাছি যাওয়ায় ব্রিটেনের অফিশিয়াল স্বাস্থ্য অ্যাপটি কয়েক হাজার কর্মীকে আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে। ফলে সরবরাহ বন্ধ হওয়ায় দেশটির সুপারমার্কেট ও কিছু পেট্রল স্টেশন বন্ধের উপক্রম হয়েছে।
বণিক বার্তা