প্রথমবারের মতো প্রান্তিক মুনাফায় ১০০ কোটি ডলারের মাইলফলক অর্জন করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলা। মূলত করোনা মহামারী ও চিপস্বল্পতার মাঝেও বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এ মুনাফা পেয়েছে প্রতিষ্ঠানটি। খবর অ্যাসোসিয়েটেড প্রেস।

মুনাফার এ ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠানটি দুই বছরের অগ্রগতির একটি চিত্র উপস্থাপন করেছে। সাম্প্রতিক সময়ে টেসলার উৎপাদন সমস্যা ও আর্থিক ক্ষতি নিয়ে দীর্ঘসময় বাজারে থাকার ব্যাপারে যে প্রশ্নের সৃষ্টি হয়েছিল এ মুনাফা প্রতিবেদন সেটি মুছে দিয়েছে।

ক্যালিফোর্নিয়ার পালো আল্টো-কেন্দ্রিক এ প্রতিষ্ঠান এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রতি শেয়ার বাবদ ১ দশমিক শূন্য ২ ডলার করে ১১০ কোটি ডলার আয় করেছে। বিগত বছরের একই সময়ের তুলনায় যা ১০ গুণ বেশি। গত বছরের তুলনায় রাজস্বের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে ১ হাজার ২০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

টেসলার বর্তমান বাজারমূল্য প্রায় ৬৩ হাজার কোটি ডলারের কাছাকাছি। অন্যান্য গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানের তুলনায় যা অনেক বেশি এবং দুই বছর আগে প্রতিষ্ঠানের যে মূল্য ছিল তার থেকে প্রায় ১৪ গুণ বেশি।

বণিক বার্তা