যুক্তরাজ্য ও ফ্রান্সের কর প্রদান বিধির পাশাপাশি ভারতের সমতাবিধান করের কারণে প্রযুক্তি জায়ান্টগুলোকে দ্বিগুণ করের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খাত-সংশ্লিষ্টরা। খবর ইটি টেলিকম।

কিছু বড় প্রযুক্তিপ্রতিষ্ ান বর্তমানে অতিরিক্ত প্রযুক্তিগত অবকাঠামো তৈরি করছে। যাতে এসব অবকাঠামোর মাধ্যমে কর-সংক্রান্ত জটিলতা এড়াতে এখতিয়ারভিত্তিক বিষয়বস্তু বা বিজ্ঞাপন বন্ধ করে রাখা যায়।

আরোপিত বিধির কারণে বিশ্বের বিভিন্ন স্থানে গুগল, ফেসবুক, অ্যামাজন, অ্যাপল ও টুইটারের মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলো তাদের বিজ্ঞাপন আয় ও কন্টেন্ট আয়ে কর আরোপের মুখে পড়তে পারে।

কর বিশেষজ্ঞরা জানান, কিছু কিছু ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান দুটি বা তিনটি খাতে কর প্রদানের আওতায় অন্তর্ভুক্ত হতে পারে।

প্রযুক্তি জায়ান্টদের কাছ থেকে কর আদায়ের জন্য ভারত, ফ্রান্স ও যুক্তরাজ্য একতরফা ব্যবস্থা চালু করেছে। বিশ্বের অন্যান্য দেশ এ ব্যবস্থার পক্ষে সম্মতি প্রকাশ করেনি। সেই সঙ্গে আন্তর্জাতিকভাবে কর আদায়ের যে নীতিমালা রয়েছে, এ ব্যবস্থা সেটিকে অতিক্রম করে চলতে পারবে। এর উত্কৃষ্ট উদাহরণ ভারতের সমতাবিধান কর।

বিশ্বের কোনো বহুজাতিক প্রতিষ্ঠান যদি ভারতে অফিস স্থাপনের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে তাহলে দেশটির সরকার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আয় থেকে ৬ শতাংশ কর আদায় করে। সেই সঙ্গে কোনো প্রতিষ্ঠান ভারতের বাইরে থেকেও যদি বিজ্ঞাপন প্রচার করে তাহলেও ২ শতাংশ কর আদায় করা হয়।

কর বিশেষজ্ঞরা বলেন, যেসব দেশে বিজ্ঞাপনদাতাদের অফিস অবস্থিত অথবা যেসব জায়গায় তাদের বিজ্ঞাপন চলছে সেসব ক্ষেত্রে বারবার এ প্রশ্ন আসছে।



বণিক বার্তা