গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুলাই নাগাদ বিশ্বে র*্যানসমওয়্যার হামলা বেড়েছে ৬৪ শতাংশ। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর গ্যাজেটস নাউ।

ক্লাউড-এনাবলড সিকিউরিটি সলিউশনস প্রোভাইডার বারাকুডা তাদের সর্বশেষ প্রতিবেদন ‘থ্রেট স্পটলাইট’-এ ১২১টি র*্যানসমওয়্যার হামলার কথা উল্লেখ করেছে। গত এক বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর এসব হামলা করা হয়।

বারাকুডা আরো জানায়, বেশির ভাগ হামলার পেছনে অল্প কিছুসংখ্যক গ্যাং বা গ্রুপ জড়িত। র*্যানসমওয়্যার গ্যাং রেভিল প্রায় ১৯ শতাংশ র*্যানসমওয়্যার হামলার জন্য দায়ী। এছাড়া ডার্কসাইড নামে একটি গ্রুপ ৮ শতাংশ হামলা চালিয়েছে।

বারাকুডা নেটওয়ার্কস ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার মুরালি আরস জানান, র*্যানসমওয়্যার অপরাধীরা তাদের কৌশলে পরিবর্তন এনেছে এবং একাধিকবারের মতো অর্থ আদায় করছে। কোন সংস্থাকে নিরাপদ রাখতে হলে প্রথমে ক্ষয়ক্ষতি মেনে নিয়ে প্রথম দফায় অর্থ দেয়া থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। এছাড়া ই-মেইলে অ্যান্টি-ফিশিং সক্ষমতা বৃদ্ধি এবং কর্মীদের ই-মেইল নিরাপত্তা নিয়ে নিয়মিত সচেতন করার কাজ চালিয়ে যেতে হবে। এছাড়া প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডাটা নিরাপদ রাখা এবং কোনো ধরনের বিপর্যয়ে তা পুনরুদ্ধারের সক্ষমতা রাখতে হবে।

বিশ্বজুড়ে ডিজিটাল অর্থনীতির ভিত নাড়িয়ে দিচ্ছে র*্যানসমওয়্যার অপরাধীরা। সফটওয়্যার বিক্রেতা কোম্পানি থেকে আইটি সার্ভিস প্রোভাইডার, সবাই হামলার শিকার হচ্ছে।

বণিক বার্তা