দক্ষিণ কোরিয়ায় ৩০০ শতাংশের বেশি মুনাফা করেছে টেসলা। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ চিত্র উঠে আসে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

স্থানীয় বাজার গবেষণা প্রতিষ্ঠান সিইও স্কোরের দেয়া তথ্য অনুসারে গত বছর দক্ষিণ কোরিয়া ব্যবসা পরিচালনাকারী বৃহত্তর ৫০টি কোম্পানির সামষ্টিক বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৬ কোটি ডলার (২১ দশমিক ৮ ট্রিলিয়ন ওন), যা এর আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। এ সময় কোম্পানিগুলোর মুনাফার পরিমাণ ৪২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ২ ট্রিলিয়ন ওন। স্থানীয় কর্তৃপক্ষের কাছে জমা দেয়া কোম্পানিগুলোর নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানা যায়।


গত বছরে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির স্থানীয় বিক্রির পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ১৬০ কোটি ওন, যা ২০১৯ সালের চেয়ে ২৯৫ দশমিক ৯ শতাংশ বেশি। একই সময়ে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা দাঁড়ায় ১ হাজার ৮০ কোটি ওন, যা এর আগের বছরের তুলনায় ৪২৯ দশমিক ৯ শতাংশ বেশি।

বণিক বার্তা