সম্প্রতি নিজেদের নতুন বিদ্যুতচালিত কনসেপ্ট গাড়ি ‘স্কাইস্ফিয়ার’ দেখিয়েছে আউডি। গাড়িটি নিজের আকারে নিজে থেকেই পরিবর্তন আনতে পারবে। মানব চালনা ও স্ব-চালনা দুটি মোডই থাকবে গাড়িটিতে। স্ব-চালনা মোডে যাওয়া মাত্র গাড়ির বাহ্যিক আকারে আসবে পরিবর্তন। সামনে-পেছনে মিলে স্কাইস্ফিয়ারকে ১০ ইঞ্চি প্রসারিত হতে দেখা যাবে। বাহ্যিক আকারে পরিবর্তন আসার সময়টিতে গাড়ির লম্বা হুড এগিয়ে যাবে সামনের দিকে এবং গাড়ির ভেতরে থাকা হুইল ও পেডাল ভাঁজ হয়ে যাবে নিজে থেকেই। এমনকি গিয়ারের অংশটিও ভেতরে চলে গিয়ে চালককে আরামে বসার সুযোগ করে দেবে।
আউডি’র স্কাইস্ফিয়ার স্ব-চালনা মোডে গেলে ভ্রমণ উপযোগী গাড়ির মতো আচরণ করবে বলে উঠে এসেছে সিএনএনের প্রতিবেদনে। ওই সময়টিতে স্কাইস্ফিয়ার হয়ে যাবে মার্জিত দুই সিটের একটি গাড়ি যা দ্রুতগতিতে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। অন্যদিকে, মানব চালনা মোডে থাকার সময় গাড়িটিকে দেখা যাবে ‘স্পোর্টস কার’ এর ভূমিকায়। হুইলবেইজের অল্প জায়গা চালককে আরও দ্রুত এবং আরও প্রতিক্রিয়াশীল চালনা অনুভূতি উপহার দেবে। গাড়িটি সাসপেনশনকেও আধা ইঞ্চি নিচে নিয়ে যাবে। স্পোর্টস কার মোডে যাওয়ার পর গাড়ির ড্যাশবোর্ডের নিচ থেকে হুইল বেরিয়ে আসবে এবং চালকের পায়ের নিচে চলে আসবে এক সেট পেডাল। সিএনএন বলছে, অটোমোটিভ নকশাবিদরা সম্মুখীন হয়েছেন এমন এক দ্বিধার উত্তর গাড়িটির মাধ্যমে দিতে চাইছে আউডি। অনেকেই বলে থাকেন, স্ব-চালনা গাড়ি তাত্ত্বিকভাবে মানব চালিত গাড়ির চেয়ে নিরাপদ। একটি গাড়ি কী করতে পারে বা কী করা উচিত, সে সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দেয় এ ধরনের গাড়ি।
কিন্তু ভোক্তারা যারা চালনার ব্যাপারটিকে উপভোগ করেন, তারা এ বিষয়টিকে কীভাবে নিচ্ছেন তা নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হন অটোমোটিভ নকশাবিদরা। আউডি নিজেও এ ধরনের চালকদের মূল ভোক্তা হিসেবে বিবেচনা করে থাকে। সিএনএন মন্তব্য করেছে, “আউডির এ গাড়িটি ওই চালকদেরকে একটি আরামদায়ক আপোসের প্রস্তাব দিচ্ছে।”“আমরা এখনও মনে করি চালনা একটি সুন্দর অভিজ্ঞতা এবং আমরা এটি ভবিষ্যতেও আনবো।” – সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন আউডি’র ব্র্যান্ড প্রধান হেনরিক ওয়েন্ডার্স। স্কাইস্ফিয়ারে আদতে কোনো ‘গ্রিল’ রাখা হয়নি। খনিজ জ্বালানী চালিত গাড়ি ঠাণ্ডা রাখার লক্ষ্যে গাড়ির সামনের অংশে প্রায়শই একটি খাঁজকাটা অংশ দেখা যায়। এর মধ্য দিয়ে বাতাস প্রবাহিত হওয়ার সুযোগ রাখেন গাড়ি নির্মাতারা। ওই অংশটিই গ্রিল নামে পরিচিত। স্কাইস্ফিয়ারে গ্রিল না থাকার মূল কারণটিই হলো- এটি বিদ্যুতচালিত গাড়ি। এ ধরনের গাড়িগুলোকে তেল চালিত গাড়ির মতো ঠাণ্ডা রাখতে হয় না। তবে, স্কাইস্ফিয়ারে গ্রিল আকারের অ্যালুমিনিয়াম পর্দা রাখা হয়েছে বলে উল্লেখ করেছে সিএনএন। এখনও গাড়িটি কনসেপ্ট পর্যায়েই রয়েছে। আউডি নির্বাহীরা বলছেন, এ ধরনের গাড়িকে কীভাবে ব্যবহার করা যেতে পারে তার শুধু একটি ধারণা এটি। আদৌ গাড়িটি দুর্ঘটনা সুরক্ষা পরীক্ষা পার হতে পারবে কি না তা এখনও পরিষ্কার নয় বলেও উল্লেখ করেছেন তারা।
[IMG]http://forex-bangla.com/customavatars/1464165506.jpg[/IMG]