চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইউরো জোনের (ইউরো মুদ্রা ব্যবহারকারী অঞ্চল) অর্থনীতি ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন স্ট্যাটিস্টিকস অফিস (ইউরোস্ট্যাট) এ তথ্য জানায়। নভেল করোনাভাইরাস-সংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পর অর্থনৈতিক মন্দাবস্থা থেকে পুনরুদ্ধারে উদ্দীপনা দেয়ার ফলে এ প্রবৃদ্ধি দেখা দেয়। খবর রয়টার্স।

অন্য এক বিবৃতিতে ইউরোস্ট্যাট জানায়, এপ্রিল থেকে জুনে ১৯ জাতিগোষ্ঠীর এ অঞ্চলে কর্মসংস্থানের হার প্রথম প্রান্তিকের তুলনায় দশমিক ৫ শতাংশ বেড়েছে, যা রয়টার্সের অর্থনীতিবিদদের করা পূর্বাভাসের সঙ্গে অনেকটাই সংগতিপূর্ণ।

প্রথম প্রান্তিকের তুলনায় অঞ্চলটির ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির এ হার গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ বেশি বলে জানায় ইউরোস্ট্যাট। গত বছরের এ সময় মহামারীর কারণে অঞ্চলটির অর্থনীতিতে মারাত্মক মন্দাভাব চলমান ছিল। জুলাইয়ের শেষ দিকে প্রকাশিত ইউরোস্ট্যাটের এক ধারণা অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ নির্ধারণ করা হয়েছিল ১৩ দশমিক ৭ শতাংশ।
এর আগে সর্বশেষ দুই প্রান্তিকে ইউরো জোনের জিডিপি প্রবৃদ্ধির হার অনেকটাই নেতিবাচক অবস্থানে ছিল। ২০২০ সালের সর্বশেষ প্রান্তিকে অঞ্চলটির জিডিপি প্রবৃদ্ধির হার দশমিক ৬ শতাংশ সংকুচিত হয়েছিল এবং চলতি বছরের প্রথম প্রান্তিকে এ সংকোচনের পরিমাণ ছিল দশমিক ৩ শতাংশ।

বণিক বার্তা