যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে বহাল রাখা হতে পারে জেরোম পাওয়েলকে। মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন হোয়াইট হাউজের উপদেষ্টাদের জানিয়েছেন, পাওয়েলকে পুনর্নিয়োগ দিতে চেষ্টা করবেন তিনি। এর আগে গত ফেব্রুয়ারিতে পাওয়েলের মেয়াদ শেষ হয়। খবর এপি।

মার্কিন অর্থ বিভাগের মুখপাত্র অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। হোয়াইট হাউজের পক্ষ থেকেও তাত্ক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে জেরোম পাওয়েলকে নিয়োগ দেন। সে সময় তিনি জ্যানেট ইয়েলেনের স্থলাভিষিক্ত হন।

গত সপ্তাহে সিনেট ব্যাংকিং কমিটির সদস্য ও রিপাবলিকান স্টিভ ডাইনস দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি চিঠি লেখেন। সেখানে বলা হয়, অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে আরো চার বছরের জন্য জেরোম পাওয়েলকে ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে রাখা প্রয়োজন। তিনি আরো বলেন, পাওয়েলকে আবার নিয়োগ দেয়া হলে তা পরিবার, ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের মাঝে একটি শক্ত বার্তা পৌঁছে দেবে। তারা জানবেন যে, বাজারে মূল্য স্থিতি রাখা ও সর্বাধিক কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সরকারের যে ম্যান্ডেট ছিল তা অর্জনে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে।

বণিক বার্তা