শুধু বৈদ্যুতিক গাড়ি বিক্রিতেই আটকে থাকতে চায় না মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এবার তারা ব্যক্তি পর্যায়ে বিদ্যুতও বিক্রি করতে চায়।

যুক্তরাষ্ট্রের টেক্সাস পাবলিক ইউটিলিটি কমিশন বরাবর করা আবেদনে প্রতিষ্ঠানটি এ ব্যাপারে অনুমোদন চেয়েছে। আবেদনে বলা হয়, বিদ্যুত উৎপাদন করে তা সরাসরি জনগনের কাছে বিক্রি করতে চান তারা। তবে তাদের আবেদনের সাথে ব্যক্তি পর্যায়ে বিদ্যুৎ বেচার ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা জমা দেয়নি প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে কোনো উত্তর দেয়নি টেসলা। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভোক্তা পর্যায়ে সরাসরি বিদ্যুৎ বিক্রির পরিকল্পনা তাদের রয়েছে। বিশেষ করে যারা টেসলার বৈদ্যুতিক গাড়ি কিনেছেন তাদের কাছে। টেক্সাস মান্থলির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।


বিশ্বের সর্ববৃহৎ বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলার রয়েছে নিজস্ব সোলার এনার্জি ইউনিট। চলতি বছরের শুরুর দিকে ব্লুমবার্গ জানিয়েছিল, টেসলার প্রতিষ্ঠান গ্যামবিট এনার্জি স্টোরেজ কোম্পানি টেক্সাসের অ্যাংলেটন এলাকা ১০০ মেগাওয়াট এনার্জি স্টোরেজ প্রজেক্ট গ্রহণ করেছে। যার একটি ব্যাটারি দিয়ে গ্রীষ্মকালে প্রায় ২০ হাজার মানুষকে বিদ্যুত শক্তি যোগান দেয়া যাবে।

বণিক বার্তা