বাংলাদেশে মাইক্রোসফটের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউসুপ ফারুক।

নতুন পরিচালক হিসেবে ফারুক মাইক্রোসফটের শক্তিশালী পার্টনার ইকোসিস্টমের মাধ্যমে অংশীদারিত্ব করে সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান ও সংস্থা, এসএমই, কমিউনিটি এবং অন্যান্য খাতের ডিজিটাল রূপান্তর কার্যক্রমের গতি বাড়াতে কাজ করবেন।

এ বিষয়ে মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটসের জেনারেল ম্যানেজার সুক হুন চিয়াহ বলেন, বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে ও ক্ষমতায়নে বাংলাদেশকে সহায়তা করতে পেরে আমরা গর্বিত।

এ লক্ষ্য অর্জনে তাদের অন্যতম মাধ্যম হচ্ছে আইটি-সক্ষম পাবলিক সার্ভিসকে গতিশীল করা ও দেশের ক্লাউড সেবার ব্যবহার বাড়ানো। এখানেই ইউসুপ ফারুকের ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা দেশে ক্লাউড সেবা গ্রহণ, এ সংশ্লিষ্ট দক্ষতা বৃদ্ধি ও ক্লাউডের মাধ্যমে ইতিবাচক রূপান্তর নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


তিনি বলেন, ধারাবাহিক উদ্ভাবনে পরিপূর্ণ একটি বাজারে কিভাবে তিনি ও তার টিম একসঙ্গে অংশীদারিত্ব করা ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করবেন, তা ভেবে আমি উচ্ছ্বসিত।

বাংলাদেশে প্রযুক্তি রূপান্তরে ইউসুপ ফারুকের ১৬ বছরের বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। ভিএমওয়্যার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন ও সিমবায়োসিস বাংলাদেশের মত প্রতিষ্ঠানের সঙ্গে কাজের মাধ্যমে তিনি এ অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ভারতের বেঙ্গালুরুতে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।