ব্রেক্সিটের যে প্রভাব ব্রিটিশ আমদানি বাণিজ্যে পড়েছে তার সবচেয়ে প্রথম শিকার বলা যেতে পারে মার্কস অ্যান্ড স্পেন্সারের পারসি পিগ সুইটস ব্র্যান্ডকে। জানুয়ারি থেকে যুক্তরাজ্যের এ আমদানিকারক প্রতিষ্ঠানকে বাড়তি আমদানি শুল্ক গুনতে হয়েছে ৬০ কোটি পাউন্ড। দিন দিন এ ব্যয় বাড়ছেই। চলতি বছরের প্রথমার্ধে ব্রিটিশ আমদানিকারকদের রেকর্ড পরিমাণে ব্যয় বেড়েছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/931251914.jpg[/IMG]
বাণিজ্য চুক্তি অনুযায়ী, যেসব পণ্যের বেশির ভাগ ইইউতে প্রস্তুত হয় সেগুলো শুল্ক ছাড়াই আমদানি করা যাবে। পণ্যের ওপর নির্ভর করে কিছুটা পরিবর্তনও করা যাবে। কিন্তু পারসি পিগের সমস্যাটি আট মাস ধরে ঝুলে আছে। রুলস অব অরিজিন নিয়মের ফলে মার্কস অ্যান্ড স্পেন্সার কর্তৃপক্ষও বিপাকে রয়েছে। যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা বলছেন, ব্যবসার সুবিধার জন্য নিয়মনীতিতে কিছু শিথিলতা আনা উচিত। আমদানি প্রক্রিয়া যত সহজ করা যাবে ততই তা ব্রিটিশ ব্যবসা পরিবেশের জন্য সুফল বয়ে আনবে।