সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাজ্যের মধ্যে ১ হাজার ৩৮০ কোটি ডলারের বিনিয়োগ চুক্তিকে দেশ দুটির সম্পর্কের জন্য ঘুরে দাঁড়ানোর বিষয় হিসেবে বর্ণনা করা হচ্ছে। গত সপ্তাহেই চুক্তিটি সই হয়। যুক্তরাজ্য সরকারের অফিস ফর ইনভেস্টমেন্ট ও আবুধাবির মুবাদালা ইনভেস্টমেন্ট কোম্পানি এ চুক্তি সই করে। এর লক্ষ্য হলো, দেশগুটির মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগ সম্প্রসারণ করা। আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরে দুই দেশের প্রযুক্তি, অবকাঠামো ও জ্বালানি রূপান্তরসহ বেশকিছু খাতে বিনিয়োগ করা হবে। পাশাপাশি জীবনসংক্রান্ত বিজ্ঞান, পরিবেশবান্ধব জ্বালানি ও উন্নত উৎপাদনসংক্রান্ত খাতেও বিনিয়োগ করা হবে।
দুবাইভিত্তিক রাষ্ট্রীয় পরামর্শক প্রতিষ্ঠান তাহসিন কনসাল্টিংয়ের সিওও ওয়েস শোয়ালজে বলেন, এর মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় প্রবেশের ইঙ্গিত দিল সংযুক্ত আরব আমিরাত। মহামারীর কারণে এখন আরব আমিরাতের ব্যবসা সম্প্রসারণ করা ভীষণ জরুরি হয়ে পড়েছে। পুরনো অংশীদারদের সঙ্গে তো বটেই, পাশাপাশি নতুন অংশীদার যেমন ইন্দোনেশিয়া, তুরস্ক, ইসরায়েল, কেনিয়া, কোরিয়া ও ইথিওপিয়ার মতো দেশের সঙ্গেও ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তন, স্থিতিশীলতা ও খাদ্যনিরাপত্তার বিষয়েও আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে নীতিমালা তৈরির কাজ চলছে।
নতুন এ চুক্তি হবে বিনিয়োগের কেন্দ্রীয় প্লাটফর্ম, যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বসির জনসন ও শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1494951812.jpg[/IMG]