অক্টোবরের যেকোনো সময় বাজারে মেট সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মুক্ত করতে পারে চীনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টের (ডিএসসিসি) একজন জ্যেষ্ঠ বিশেষজ্ঞ এ দাবি জানান। গিজমোচায়নায় প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, আগামী ২১ অক্টোবর অস্ট্রিয়ার ভিয়েনায় হুয়াওয়ের আনুষ্ঠানিক বৈশ্বিক উন্মোচন ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইভেন্টটিতে যেসব পণ্য উন্মোচন করা হবে, সেখানে মেট ৫০ সিরিজও থাকতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তিসংশ্লিষ টরা। ২১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বৈশ্বিক উন্মোচন ইভেন্টে মেট ৫০ উন্মুক্ত করা হবে কিনা, সে বিষয়ে হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। প্রযুক্তিবিশ্লেষ দের ধারণা, এ ইভেন্টে বৈশ্বিকভাবে চীনের বাইরে সবার জন্য পি৫০ সিরিজ উন্মুক্ত করা হবে। এছাড়াও ট্রিফোল্ড ডিসপ্লের ওয়াইল্ড মেট ফোল্ডেবল স্মার্টফোন আনার বিষয়েও কাজ করছে চীনের এ প্রযুক্তি জায়ান্ট। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনে দায়েরকৃত এক প্যাটেন্টের তথ্যানুযায়ী, হুয়াওয়ের আসন্ন ডিভাইসটি গত মাসে বাজারে আসা স্যামসাং জেড ফ্লেক্সের কিছুটা অনুরূপ। ৪১ পৃষ্ঠার প্রকাশিত ডকুমেন্টেশনে ডিভাইসটির ব্লুপ্রিন্টে ফোনটির মোট সাতটি পর্দার অংশ দেখানো হয়েছে। এর মধ্যে চারটি ডিসপ্লে দেখার জন্য এবং বাকি তিনটি ডিসপ্লে ভাঁজ করে ব্যবহার করা যাবে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1765879146.jpg[/IMG]