বিশ্বব্যাপী দেখা দিয়েছে সেমিকন্ডাক্টর বা চিপ সংকট। কেবল চিপ সরবরাহ না থাকার কারণে অনেক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় উৎপাদনে যেতে পারছে না। এমন পরিস্থিতিতেও চলতি বছরের প্রথম নয় মাসে টেসলা ইনকরপোরেশনের সাংহাই কারখানা সবমিলিয়ে তিন লাখ গাড়ি উৎপাদন করতে পারবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মূলত জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে তাদের সরবরাহের পরিমাণ দেখেই এ ধারণা করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

একটি সূত্র জানিয়েছে, চীনের সাংহাইয়ে টেসলার যে কারখানা আছে সেখানে সেডান ৩ ও ওয়াই স্পোর্ট মডেলের বৈদ্যুতিক গাড়ি তৈরি করা হয়। জার্মানি ও জাপানসহ বিশ্ববাজারের জন্য তৈরি হচ্ছে এসব গাড়ি। জানুয়ারি থেকে আগস্টে এ কারখানা থেকে ২ লাখ ৪০ হাজার গাড়ি বিভিন্ন দেশে সরবরাহ করা হয়েছে। তবে ওই কারখানা থেকে কী পরিমাণ গাড়ি উৎপাদন করা হচ্ছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেনি টেসলা।


এর আগে গত আগস্টে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছিলেন, টেসলার এ কারখানা থেকে চলতি বছর সাড়ে চার লাখ গাড়ি উৎপাদন করা সম্ভব হবে। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে সে পূর্বাভাস সঠিক হতে চলেছে।

বণিক বার্তা