চিপ ঘাটতির কারণে আবারো গাড়ি উৎপাদন কমাচ্ছে টয়োটা। আগামী নভেম্বরে লক্ষ্যমাত্রার তুলনায় বিশ্বজুড়ে উৎপাদন ১৫ শতাংশ কমিয়ে আনবে জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটি। যদিও পুরো বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা বজায় রেখেছে টয়োটা। ডিসেম্বর থেকে উৎপাদন বাড়িয়ে এ ঘাটতি পূরণের পরিকল্পনা করা হয়েছে। খবর রয়টার্স।

বিক্রির সংখ্যায় বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতার তথ্য অনুযায়ী, আগামী নভেম্বরে সংস্থাটি ১০ লাখ ইউনিট গাড়ি উৎপাদনের পরিকল্পনা করেছিল। তবে এ পরিকল্পনা থেকে দেড় লাখ ইউনিট কম উৎপাদন করা হবে। এর আগে সেপ্টেম্বর ও অক্টোবরেও গাড়ি উৎপাদন কমিয়ে এনেছিল টয়োটা। তবে কভিডের সংক্রমণ বেড়ে যাওয়ায় মালয়েশিয়া ও ভিয়েতনামের কারখানায় যন্ত্রাংশ সরবরাহ কমে গেছে। ফলে আবারো পরিকল্পনা থেকে গাড়ি উৎপাদন কমিয়ে আনতে হচ্ছে সংস্থাটিকে। সেই সময় সংস্থাটি আগামী ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরের জন্য গাড়ি উৎপাদন ৩ লাখ কমিয়ে ৯০ লাখ ইউনিট নির্ধারণ করেছিল। তবে এবার পুরো বছরের লক্ষ্যমাত্রা থেকে গাড়ি উৎপাদন কমায়নি টয়োটা।

সংস্থাটির এ উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কভিড-১৯ সংক্রমণ হ্রাসের ওপর নির্ভর করছে। সংক্রমণ কমে যাবে ধরে নিয়েই ডিসেম্বর থেকে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

বণিক বার্তা