আমাদের মতো রিটেইল ট্রেডারদের এই মার্কেটে বারবার লস করার মূলে রয়েছে সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো না কারা। আসলে আপনার আমার মত রিটেইল ট্রেডারদের সেন্টিমেন্ট নিয়ে খেলাই স্মার্ট মানিদের কাজ। আপনি যতই ট্যাকনিকাল আর ফান্ডামেন্টাল নিয়ে পারদর্শী হোন না কেনো, দিনশেষে মাথায় রাখতে হবে এই মার্কেটে আপনার পরিচয় আপনি একজন Retail ট্রেডার। আর তারা স্মার্ট মানি ট্রেডার।

আর আরেকটি বাস্তব সত্য হলো তারা কখনোই তাদের পজিশন বা ট্যাকনিক ফ্লাশ করবে না। সুতরাং একথা বুঝে নেয়ার সুযোগ নেই যে,আমরা স্মার্ট মানিদের সব সিক্রেট জেনে বা বুঝে গেছি।

তাই আমাদের এই অবস্থা থেকে বের হতে হলে অবশ্যই একটি সুনির্দিষ্ট মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট বা মানি ব্যাবহার করণ পদ্ধতি ছাড়া এই মার্কেটে আমাদের টিকে থাকা সম্ভব নয়। একজন ট্রেডারের সফল এবং ঝুঁকিহীন ট্রেডের জন্য মানি ম্যানেজমেন্ট অসম্ভব গুরুত্তপূর্ণ একটি বিষয়। আমাদের অনেকের ফরেক্স নিয়ে একটি স্বপ্ন থাকে যে আমি সারাজীবনে ফরেক্স থেকে ১ লক্ষ ডলার ইনকাম করব। যা আপনার পক্ষে এই জনমেও সম্ভব নয় আবার এটাও সত্যি যে কেউ কেউ এই জনমেই মিলিয়ন ডলার ফরেক্স থেকে নিয়ে নিচ্ছেন বেশ কয়েকবার

একটা ব্রোকারও সেম জিনিস গুলো চিন্তা করে ট্রেডারদের বিশাল বিশাল লেভারেজ নেয়ার ব্যাবস্থা করে দেয়। অল্প পুজিতে ট্রেডিং করার সুবিধা করে দেয়।তারাও জানে অধিক লেভারেজ আর অল্প ব্যালেন্স এর ফলে ট্রেডাররা এই ২টা জায়গায় মিসিং করবেই। এবং তারা পকেট পুড়ে নিবে।
সুতরাং প্রত্যাকেই নিজের সিস্টেম বা স্ট্র*্যাটেজী ফিল্টারিং করার চেয়ে নিজের মাইন্ড সেটাপ এবং রিস্ক রেশিও ফিল্টারিং এর ব্যপারে বেশি গুরুত্ব দেয়া উচিত।