কারেন্সি পেয়ারের সাথে সেশনের সম্পর্ক আছে। যেমন ধরুন aud, nzd, jpy কারেন্সি পেয়ারের জন্য এশিয়া সেশন।gbp,eur,chf কারেন্সি পেয়ারের জন্য লন্ডন সেশন। আর usd,cad কারেন্সি পেয়ারের জন্য আমরিকা সেশন উপযুক্ত বলে আমি মনে করি। ইহ শুধুমাত্র শর্টট্রেড ও ডে-ট্রেডিং এর জন্য প্রযোজ্য। লং ট্রেডের জন্য সেশন কোন ফেক্টর নয়।